ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের ক্যাম্পেইন

প্রকাশিত: ২২:৩৬, ১ জানুয়ারি ২০১৬

খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের ক্যাম্পেইন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ ‘দুটি সন্তানের বেশী নয়, একটি হলে ভালো হয়’ -এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে আজ শুক্রবার সকালে জেলা শহরের টঙ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। ক্যাম্পেইনে ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, এএনসি, নিরাপদ প্রসব, পিএনসি ও নবজাতকের যতœ বিষয়ে সাংবাদিকদের ধারণা দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী-পরিচালক স্বপন কুমার শর্মা ও খাগড়াছড়ি বিভাগের উপ-পরিচালক ডাঃ বিপ্লব বড়–য়া।
×