ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মান্না স্মৃতি পদক পাচ্ছেন ৬ শিল্পী

প্রকাশিত: ২৩:৫৬, ১ জানুয়ারি ২০১৬

মান্না স্মৃতি পদক পাচ্ছেন ৬ শিল্পী

অনলাইন ডেস্ক ॥ চিত্রনায়ক মান্নাকে স্মরণ করে শুক্রবার অনুষ্ঠিত হবে ‘মান্না উৎসব ২০১৬ : ড্রিমস অব মান্না’। সন্ধ্যা ৬টায় এই আয়োজন শুরু হবে বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে। উৎসবে ছয়জন গুণী শিল্পীকে মান্না স্মৃতি পদক প্রদান করা হবে। তারা হলেন- চাষী নজরুল ইসলাম (মরণোত্তর), রাজ্জাক, আনোয়ারা, শবনম, কাজী হায়াৎ ও সুচন্দা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রিয়াজ, ফেরদৌস ও নওশীন। অনুষ্ঠানের মঞ্চসজ্জা করেছেন উত্তম গুহ। উৎসবের বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন ওমর সানী, মৌসুমী, মিশা সওদাগর, শাবনূর, পপি, অমিত হাসান, শিরীন শিলা, আমিন খান, জায়েদ খান, আইরিন, ইমন, আলিশা, বিউটি, সালমা, পুলক, মেহরাব, মনির খান, রিজিয়া পারভীন, ইবরার টিপু প্রমুখ। মান্না ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যৌথভাবে এই উৎসবের আয়োজন করছে। উৎসবে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
×