ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবারও সাকিবকে রেখে দিল কেকেআর

প্রকাশিত: ০০:০০, ১ জানুয়ারি ২০১৬

এবারও সাকিবকে রেখে দিল কেকেআর

অনলাইন ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরেও কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলবেন সাকিব আল হাসান। ২০১১ সাল থেকে বলিউড বাদশাহ শাহরুখ খানের এই ফ্র্যাঞ্চাইজিতে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার নিয়ে খেলবেন টানা পাঁচ মৌসুম। এ বছরের আইপিএল শুরু হবে ৯ এপ্রিল। নতুন মৌসুমে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রথম সময়সীমা ১৫ ডিসেম্বর শুরু হয়ে বৃহস্পতিবারই শেষ হয়েছে। এ সময়ের মধ্যে সাকিবসহ কেকেআর রেখে দিয়েছে মোট ১৫ জনকে। ভারতের বাইরের আছেন ৬ জন। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো রেখেছে ১০১ জনকে। তাদের মধ্যে বিদেশি কোটায় আছেন ৩৭ জন। ছেড়ে দেওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় নাম দুই ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বীরেন্দ্রার শেবাগ ও যুবরাজ সিং। শেবাগকে কিংস ইলেভেন পাঞ্জাব ও গতবারের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার যুবরাজকে ছেড়ে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লি ছেড়েছে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকেও। আর সানরাইজ হায়দরাবাদ ছেড়ে দিয়েছে কেভিন পিটারসেন ও ডেল স্টেইনকে। পাঞ্জাব তাদের গত আসরের অধিনায়ক অস্ট্রেলিয়ার জর্জ বেইলিকেও ছেড়ে দিয়েছে।
×