ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

“নতুন বই হাতে পেয়ে ওরা বেজায় খুশি”

প্রকাশিত: ০০:০১, ১ জানুয়ারি ২০১৬

“নতুন বই হাতে পেয়ে ওরা বেজায় খুশি”

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বছরের প্রথমদিন শুক্রবার বন্ধের দিন হলেও সকাল নয়টার মধ্যে প্রচন্ড শীতকে উপেক্ষা করে সারাদেশের ন্যায় বই উৎসবে মেতেছিলো জেলা শহরসহ প্রতিটি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। ওইদিন সকালে সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়। বই উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার পর সকাল দশটা থেকে প্রতিটি স্কুলে বই উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার আনন্দে হই-হুলোরে মেতে ওঠেছিলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস। প্রাথমিক শিক্ষা অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বিভাগের ছয় জেলায় বইয়ের চাহিদা রয়েছে ৫৯ লাখ ৫২ হাজার ৯৯টি। এরমধ্যে বরিশালের ১০ উপজেলায় ১৬ লাখ ৫০ হাজার ৮৮২ বইয়ের চাহিদা রয়েছে। দু’একটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু বই সংকট থাকলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ ডিসেম্বরের মধ্যে চাহিদা মোতাবেক পৌঁছেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, এ বিভাগে মোট ২ হাজার ৭৮৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। এছাড়া স্কুল এন্ড কলেজ রয়েছে আরো ৩৮টি। তিন প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ১৯ হাজার ৫৮৭ জন। তাদের চাহিদা অনযায়ী বই ৩১ ডিসেম্বরের মধ্যে পাঠানো হয়েছে।
×