ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে শিশুদের হাতে তুলে দেয়া হল পাঠ্য বই

প্রকাশিত: ০০:০৫, ১ জানুয়ারি ২০১৬

পটুয়াখালীতে শিশুদের হাতে তুলে দেয়া হল পাঠ্য বই

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ আনন্দঘন পরিবেশে উৎসবের মধ্যদিয়ে আজ শুক্রবার পটুয়াখালীতে শিশুদের হাতে তুলে দেয়া হল নতুন বছর ২০১৬ সালের পাঠ্য বই। সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার ডিবুয়াপুর মডেল স্কুলে আয়োজন করা হয় বই বিতরণ উৎসব। উৎসবে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অমিতাভ সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতাউর রহমান ও অনুষ্ঠানের সভাপতি পঞ্চম শ্রেনীর ছাত্র নাজমুল হক নিশাতসহ অভিভাবকরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, পটুয়াখালী জেলার ১২২৫ টি স্কুলের ৩ লক্ষাধিক শিশুর সকলের হাতে নতুন বছরের পাঠ্য বই তুলে দেয়া হয়েছে বছরের প্রথম দিনেই। তাদের হাতে ৭৮ ভাগ বই এসে পৌছেছে।
×