ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে আদালতে চা বিক্রি করেন বাবা, সেখানেই বিচারক মেয়ে!

প্রকাশিত: ০০:০৯, ১ জানুয়ারি ২০১৬

যে আদালতে চা বিক্রি করেন বাবা, সেখানেই বিচারক মেয়ে!

অনলাইন ডেস্ক ॥ একেই কি বলে স্বপ্নের বাস্তবের মাটিতে নেমে আসা? নাকি তার থেকেও বেশি কিছু? বাবা আর মেয়ের অনবদ্য বাস্তব কথা। সাফল্যের অনন্য দৃষ্টান্ত। ভারতের পাঞ্জাবের নকোবরের একটি সাব ডিভিশনল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে চা বিক্রি করেন সুরিন্দর কুমার। বহু কষ্টে মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন তিনি। অনেক আশা ছিল মেয়েকে নিয়ে। আশা পূরণ করেছেন মেয়ে শ্রুতি। প্রথম চেষ্টাতেই পঞ্জব সিভিল সার্ভিস (জুডিসিয়াল) পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন তিনি। শুধু তাই নয়, সেই আদালতেই বিচারক পদে নিযুক্ত হয়েছেন, যার সামনে চা বিক্রি করেন তাঁর বাবা। মেয়ের উপর ভরসা থাকলে‌ও এতটা ভাবেননি সুরিন্দর। এই মুহূর্তে মেয়ের সাফল্যে গর্বিত বাবা চাইছেন সব হিসেব উল্টিয়ে জীবনে আরও এগিয়ে যাক শ্রুতি। সূত্র: আনন্দবাজার পত্রিকা
×