ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকারের দৃঢ়তা এবং আন্তরিকতা থাকায় বই বিতরণ হচ্ছে - শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০০:১০, ১ জানুয়ারি ২০১৬

সরকারের দৃঢ়তা এবং আন্তরিকতা থাকায় বই বিতরণ হচ্ছে - শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার আমলে বছরের প্রথম দিন থেকেই ছাত্র ছাত্রীদের হাতে বিনামুলে নতুন বই তুলে দেয়া হচ্ছে। গরিব ধনি নির্বিশেষে সকল ছাত্র ছাত্রীর হাতে বই পৌছে যাচ্ছে। অথচ সরকারের এই মহৎ উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্থ করার জন্য সড়যন্ত্রকারীরা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের দৃঢ়তা এবং আন্তরিকতা থাকায় তাদের এই অপচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। তিনি যারা এই ধরনের অপতৎপরতা চালায় তাদেরকে প্রতিহত করা কারার আহবান জানান। মন্ত্রী শুক্রবার বছরের প্রথম দিনে ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির ব্যক্তব্যে একথা বলেছেন। জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়ার সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির পৌর মেয়র আফজাল হোসেন বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলায় মাধ্যমিক স্তরে ১২ লাখ ২৮ হাজার ৪শ ১৮ খানা বই ৩শ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮ হাজার ৬শ ২০ জন ছাত্র ছাত্রীর মধ্যে বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক স্তরে ৩ লাখ ৮২ হাজার বই বিতরণ করা হয়েছে।
×