ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেএমবির তিন জঙ্গি ফের রিমান্ডে

প্রকাশিত: ০২:৫৮, ২ জানুয়ারি ২০১৬

জেএমবির তিন জঙ্গি ফের রিমান্ডে

অনলাইন ডেস্ক ॥ মিরপুরে জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরকসহ গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবার চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। শুক্রবার আসামিদের উপস্থিতিতে পুলিশের আবেদনে সাড়া দিয়ে ঢাকার মহানগর হাকিম ইউনুস খান এ আদেশ দেন। আসামিরা হলেন- আবু সাইদ ওরফে রাসেল ওরফে সালমান (২২), ইলিয়াস ওরফে ওমর ফারুক (২৩) ও মোহসীন আলী ওরফে রুবেল (২০)। আবু সাইদের বাড়ি দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায়, ইলিয়াসের বাড়ি চাঁদপুরের মতলবে এবং মোহসীনের বাড়ি জয়পুরহাটে। আদালত পুলিশের প্রসিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মুমিন খান আবার সাত দিনের রিমান্ড চাইলে বিচারক চার দিন মঞ্জুর করেন। সাংবাদিকদের তিনি বলেন, রিমান্ড আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের সময় আস্তানা থেকে পালিয়ে যাওয়া জেএমবির সেকেন্ড ইন কমাণ্ড মুস্তাফিজুর রহমান ওরফে শাকিল ও সোহেল রানা ওরফে হিরন ওরফে কামালকে গ্রেপ্তারের জন্য জেএমবির সক্রিয় সদস্য এই তিন আসামিকে নিয়ে অভিযান চালানো দরকার। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনে তাদের আরও জিজ্ঞাসাবাদ করাও প্রয়োজন। এর আগে গত শুক্রবার এ তিন আসামিকে আদালতের আদেশে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ।
×