ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাপান যুদ্ধে জড়াবে না ॥ আবের প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৩:৩৮, ২ জানুয়ারি ২০১৬

জাপান যুদ্ধে জড়াবে  না ॥ আবের প্রতিশ্রুতি

জাপানের প্রধানমন্ত্রী শিনজো পাবে বিতর্কিত নতুন নিরাপত্তা আইন প্রবর্তনের পর শুক্রবার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, তিনি তার দেশকে যুদ্ধের বাইরে রাখবেন। চীন তার দ্বিতীয় বিমানবাহী জাহাজ নির্মাণের ঘোষণা দেয়ার একদিন পর তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করলেন। আনুষ্ঠানিকভাবে শান্তিুবাদী এ দেশটিতে সেপ্টেম্বরে পার্লামেন্টে বিদেশে যুদ্ধে জাপানী সৈন্যদের অংশগ্রহণ উন্মুক্ত করে নিরাপত্তা বিল পাস হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর এই প্রথম বিদেশে জাপানী সৈন্যদের লড়াইয়ের পথ উন্মুক্ত হলো। এ আইন প্রণয়নের বিরুদ্ধে দেশে জনগণ তীব্র প্রতিরোধ গড়ে তোলে। হাজার হাজার মানুষ, রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। চীন ও কোরীয় উপদ্বীপেও আইনটির বিরুদ্ধে ক্রোধকে উস্কে দেয়। চীন সতর্ক করে দিয়ে বলেছে, এ পরিবর্তনের কারণে জাপানী সৈন্যদের বিদেশে সুদূরপ্রসারিত সংঘাতে জড়িত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং তা হবে ইরাক বা আফগানিস্তানে সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার মতোই। আবে নববর্ষের বার্তায় বলেন, শান্তি ও নিরাপত্তার জন্য প্রণীত নতুন আইন অনুসারে যে কোন পরিস্থিতির জন্য সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহণ করে যুদ্ধকে বাধা দেব আমরা। তিনি বলেন, এ আইন প্রণয়ন করে আমাদের সন্তান ও তাদের সন্তানদের প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ জাপান রেখে যাওয়ার জন্য সফলভাবে একটি ভিত্তি তৈরি করেছি আমরা। চীন তার দ্বিতীয় বিমানবাহী জাহাজ নির্মাণ করছে বলে ঘোষণা দেয়ার একদিন পর আবের বার্তাটি প্রকাশ পেলো। চীন বলছে, তাদের ৫০ হাজার টনের বিমানবাহী জাহাজটি দেশীয় জে-ফিফটিন বিমানসহ অন্যান্য বিমান বহনে সক্ষম হবে। -এএফপি
×