ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইভরিকোস্টে ৩ হাজার এক শ’ বন্দীর সাজা আংশিক বা সম্পূর্ণ মওকুফ হচ্ছে

প্রকাশিত: ০৩:৪০, ২ জানুয়ারি ২০১৬

আইভরিকোস্টে ৩ হাজার এক শ’ বন্দীর সাজা আংশিক বা সম্পূর্ণ মওকুফ হচ্ছে

আইভরিকোস্টের প্রেসিডেন্ট আলেসানে ওয়াত্তারা বৃহস্পতিবার ইংরেজী নববর্ষ উপলক্ষে দেয়া এক বক্তৃতায় ৩ হাজার ১০০ বন্দীর সাজা লাঘব করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনপরবর্তী রক্তক্ষয়ী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এদের আটক করা হয়। খবর এএফপির। পশ্চিম আফ্রিকার দেশটিতে নির্বাচনের পর ২০১০-২০১১ সালে ৫ মাস ধরে চলা ভয়াবহ ওই সহিংসতায় প্রায় ৩ হাজার লোক প্রাণ হারায়। ওই নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট লরাঁ বাগবো ক্ষমতাচ্যুত হন। বাগবো নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান। এর পরিপ্রেক্ষিতে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে কয়েক মাস ধরে ভয়াবহ রক্তক্ষয়ী সহিংসতা ছড়িয়ে পড়ে। ওয়াত্তারা বলেন, বন্দীদের সম্পূর্ণ ও আংশিক সাজা মওকুফের যে অধিকার আমার রয়েছে আমি তা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। ‘এই সিদ্ধান্তের ফলে বিপুলসংখ্যক বন্দী মুক্তি পাবেন। অন্যদের সাজার মেয়াদ লাঘব করা হবে। মোট ৩ হাজার ১০০ লোক এই সুবিধা পাবেন।’ অবিলম্বে কতজনকে মুক্তি দেয়া হবে এবং কতজন কারাগারে আটক থাকবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
×