ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সামরিক আদালতে ৯ জঙ্গীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৩:৪২, ২ জানুয়ারি ২০১৬

পাকিস্তান সামরিক আদালতে ৯ জঙ্গীর মৃত্যুদণ্ড

পাকিস্তানের সামরিক আদালত সন্ত্রাসসম্পৃক্ত অপরাধ বা সংখ্যালঘু শিয়াদের ওপর হামলার অভিযোগে ৯ জঙ্গীর মৃত্যুদ- দিয়েছে। সেনাবাহিনী শুক্রবার এ কথা বলেছে। খবর এএফপির। পাকিস্তান সরকার ২০১৪-এর ডিসেম্বরে মৃত্যুদ-ের ওপর সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের পর ৩শ’র বেশি লোককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করেছে। এদের অনেককে রুদ্ধদ্বার সামরিক আদালতে বিচার করা হয়েছে। সেনাবাহিনীপ্রধান শুক্রবার আরও ৯ চরমপন্থী সন্ত্রাসীর মৃত্যুদ- প্রদানের কথা নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়। এদের মধ্যে রাওয়ালপিন্ডিতে গ্যারিসনের এক মসজিদে হামলার সঙ্গে সম্পৃক্ত পাকিস্তান তালেবান সদস্য মোহাম্মদ গৌরি রয়েছে। ২০০৯-এর ডিসেম্বরে ঐ সন্ত্রাসী হামলায় ৩৮ জন নিহত এবং ৫৭ জন আহত হয়।
×