ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবি ব্যাংকের টাকা পাচার অনুসন্ধানে দুদক

প্রকাশিত: ০৪:০৬, ২ জানুয়ারি ২০১৬

এবি ব্যাংকের টাকা পাচার অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার ॥ আরব-বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখা থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যেই অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। কমিশন সূত্র জনকণ্ঠকে এ সব তথ্য নিশ্চিত করেছে। দুদক সূত্র জানায়, আরব বাংলাদেশ ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে বহিঃবাংলাদেশ আমদানি-রফতানি শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রাজধানীর কোয়ালিটি সোয়েটার লিমিটেডের কর্মচারী মোঃ কবির হোসেন (রকিব) ও আশরাফুজ্জামান পরস্পর যোগসাজশে ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ রয়েছে। ব্যাক টু ব্যাক এলসি জালিয়াতির মাধ্যমে তারা ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাত করেন বলে অভিযোগে বলা হয়েছে। প্রাথমিক সোর্সে যাচাই করে কমিশন এ অভিযোগ অনুসন্ধানে নেমেছে। অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট কোন কিছু জব্দ/ফ্রিজ/ক্রোক করার অনুমতিও কমিশন থেকে দেয়া হয়েছে। অভিযোগ অনুসন্ধানে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর উপ-পরিচালক মোঃ আবুবকর সিদ্দিককে অনুসন্ধানকারী কর্মকর্তা ও পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
×