ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয় দিয়ে শুরু করতে চায় বার্সিলোনা

প্রকাশিত: ০৪:১৮, ২ জানুয়ারি ২০১৬

জয় দিয়ে শুরু করতে চায় বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছর ২০১৬ সালের শুরুটা জয় দিয়ে করতে চায় বার্সিলোনা। এ লক্ষে আজ রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে মাঠে নামছে কাতালানরা। এ্যাওয়ে ম্যাচে বার্সার প্রতিপক্ষ এস্পানিওল। মাঠে নামছে এ্যাটলেটিকো মাদ্রিদও। ভিসেন্টে ক্যালডেরনে তাদের প্রতিপক্ষ লেভান্তে। রবিবার ২০১৬ সালে প্রথম ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। এ্যাওয়ে ম্যাচে গ্যালাক্টিকোদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। বর্তমানে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে টেবিলের শীর্ষে বার্সিলোনা। ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে এস্পানিওল। শক্তির বিচারে বার্সার চেয়ে অনেক পিছিয়ে তারা। কিন্তু বার্সার সঙ্গে লড়াই করার জন্য এ ম্যাচে আত্মবিশ্বাসটা বেশ ভরপুরই আছে এস্পানিওলের। শেষ হওয়া ২০১৫ সালে সাফল্যে রঙ্গিন ছিল স্প্যানিশ ক্লাব বার্সিলোনা। নতুন বছরেও সাফল্যে উজ্জ্বল থাকতে চায় মেসি-নেইমার-সুয়ারেজরা। তাই জয় দিয়ে নতুন বছরে যাত্রা করার পণ করেছে লুইস এনরিকের দল। মেসি আগেই জানিয়েছেন, এই বছরে আরও সাফল্য চান তারা। কোচও একই কথা বলেছেন। অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার কথাতেও একই সুর। তিনি বলেন, গত বছর অনেক ভাল কেটেছে আমাদের। নতুন বছরে আরও ভাল পারফর্মেন্স করার লক্ষ্য। সেই লক্ষ্যের শুরুটা দুর্দান্ত করতেই হবে আমাদের। এস্পানিওলের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে চাই আমরা। জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। বার্সিলোনার ম্যাচের দিন মাঠে নামছে এ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সার সমান পয়েন্ট ভা-ারে তাদের। তবে এক ম্যাচ বেশি খেলেছে এ্যাটলেটিকো। তবে আপাতত পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ নিয়ে খুব বেশি মাথা ঘামাতে রাজি নয় দলটি। বার্সিলোনার মতোই নতুন বছরের প্রথম ম্যাচ নিয়েই বেশি ভাবছে এ্যাটলেটিকো। জয় দিয়ে বছর শুরুর করা পরিকল্পনার কথা জানিয়েছেন কোচ দিয়াগো সিমিওন। আর্জেন্টাইন এই কোচ বলেন, গত বছর যেভাবে গিয়েছে, তার চেয়ে আর বেশি ভাল পারফর্মেন্স এ বছর করতে চাই আমরা। তবে শুরুটা চমৎকারভাবে করতে হবে আমাদের। বছরের শুরুটা ভালভাবে করতে পারলেই আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। এছাড়া আমাদের বর্তমান অবস্থাও বেশ ভাল। দলের সবাই ভাল ফুটবল খেলছে। ভবিষ্যতে এ পারফর্মেন্স অব্যাহত থাকবে এমনটাই আশা আমাদের।
×