ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লাইফ সাপোর্টে শহীদুল ইসলাম খোকন

প্রকাশিত: ০৪:২৫, ২ জানুয়ারি ২০১৬

লাইফ সাপোর্টে শহীদুল ইসলাম খোকন

স্টাফ রিপোর্টার ॥ কৃত্রিম উপায়ে বেঁচে আছেন শহীদুল ইসলাম খোকন। গুণী এই চলচ্চিত্র নির্মাতা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন। উত্তরার বাসায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, সর্বশেষ হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে খোকনকে। এদিকে মুখগহ্বরে মটর নিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত শহীদুল ইসলাম খোকন দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। খোকনের অসুস্থতায় এগিয়ে আসেন সরকারও। ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর খোকনকে উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় নেয়া হয়। সেখানকার বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা এ রোগের কোন চিকিৎসা নেই বলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন। অক্টোবরের শেষ দিকে দেশে ফেরার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে ডাঃ আরেফিনের তত্ত্বাবধানে শহীদুল ইসলাম খোকনের পেটে অপারেশনের মাধ্যমে টিউব স্থাপন করা হয়। এ টিউব দিয়েই তিন ঘণ্টা পর পর তাকে খাওয়ানো হচ্ছিল। একপ্রকার অনিশ্চিত জীবন-যাপন করছেন এক সময়ের সাড়া জাগানো এই নির্মাতা। খোকনের স্ত্রী জয় ইসলাম কিছুদিন আগে জানিয়েছিলেন, উপরওয়ালার ওপর ভরসা করা ছাড়া তাদের আর কিছুই করার নেই। তিনি সবার দোয়া প্রত্যাশী।
×