ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ত্র নিয়ন্ত্রণে একতরফা পদক্ষেপের ঘোষণা ওবামার

প্রকাশিত: ২০:০৭, ২ জানুয়ারি ২০১৬

অস্ত্র নিয়ন্ত্রণে একতরফা পদক্ষেপের ঘোষণা ওবামার

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বন্ধ ও অস্ত্র নিয়ন্ত্রণে একতরফা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কংগ্রেসে রিপাবলিকানদের বিরোধিতার মুখে ক্ষমতায় আসার পর বেশ কয়েকবার তার অস্ত্র আইন কড়াকড়ির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ২০১৬ সালের প্রথম সাপ্তাহিক বক্তব্যে ওবামা বলেছেন, এ ব্যাপারে তিনি অ্যাটর্নি জেনারেল লরেট্টে লিঞ্চের সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করবেন। বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত নির্বাহী ক্ষমতাবলেই প্রেসিডেন্ট অস্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করতে পারেন। তবে সেক্ষেত্রে রিপাবলিকানরা যথেষ্ট নাখোশ হওয়ার সম্ভাবনা রয়েছে। বক্তৃতায় ওবামা বলেন, অনেক বাবামা, শিক্ষক, শিশু-কিশোর আমাকে চিঠি দিয়েছেন। অস্ত্রের ব্যবহার বিষয়ে কেন আমি কিছু করছি না, সে বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমরা জানি, আমরা সম্পূর্ণরূপে সহিংসতা মুক্ত হতে পারবো না। কিন্তু যদি আমরা অন্তত একটা বন্ধ করার চেষ্টা করি?
×