ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভোলায় ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ২১:১৫, ২ জানুয়ারি ২০১৬

ভোলায় ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার লালমোহনে ডাক্তারের ইঞ্জেকশনে রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনরা বিক্ষোভ করে ডাক্তারের চেম্বারে হামলা চালিয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে লালমেহন হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনদের অভিযোগ ডাক্তারের ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। সুত্র জানায়, ডাঃ আলামিন মল্লিক এই হাসপাতালে যোগ দেওয়ার পর থেকে একের পর এক অঘটন চালিয়ে আসছেন। পৌরসভার ৬নং ওয়ার্ডের কাশেম মেলেটারীর নাতি শিশু জোনায়েদও এর আগে এই ডাক্তারের ভুল চিকিৎসায় মারা যায়। এছাড়া বিদেশগামী জন্ডিসের এক রোগীকে কুকুরের ভ্যাকসিন দেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ডাঃ আলামিন মল্লিক জানান, তার চিকিৎসা সঠিক ছিলো। যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তা হাসপাতালের সরকারি । তার বিরুদ্ধে স্থানীয় একটি চক্র ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ তুলছেন বলেও তিনি দাবী করেন।
×