ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পৌর নির্বাচন ॥ বাঁশখালিতে প্রথমবার মুক্তিযোদ্ধার বিজয়

প্রকাশিত: ২২:০৯, ২ জানুয়ারি ২০১৬

পৌর নির্বাচন ॥ বাঁশখালিতে প্রথমবার মুক্তিযোদ্ধার বিজয়

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধরা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে এই ডিসেম্বর মাসে জয়লাভ করেছিলেন দেশের দুঃসাহসী মুক্তিযোদ্ধারা। সেই থেকে বাঁশখালীর পৌর এলাকায় কোন মুক্তিযোদ্ধা নির্বাচনে জয়লাভ করেনি। এবারই প্রথম জয়ের স্বাদ গ্রহণ করেছে মুক্তিযোদ্ধা পরিবার। আওয়ামলীগ প্রার্থীর বিজয়ে উপজেলার ১৪ ইউনিয়নের আওয়ামলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝেও উৎসব চলছে। আজ শনিবার পৌর এলাকার পূর্ব জলদী মিয়া বাড়ী নব নির্বাচিত মেয়রের বাসভবনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে সেলিমুল হক চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে ১৩ হাজার ৩শ ৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী কামরুল ইসলাম হোছাইনী (ধানের শীষ) পেয়েছেন ৬ হাজার ৩শ ৫০ ভোট।
×