ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলিম দারের সেঞ্চুরি

প্রকাশিত: ০৪:৩৪, ৩ জানুয়ারি ২০১৬

আলিম দারের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ আম্পায়ারিংয়ের মাইলফলক ছুঁলেন পাকিস্তানের আলিম দার। কেপটাউনে শনিবার দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মধ্যে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ম্যচটি তার শততম টেস্ট। এর মধ্য দিয়ে দুই কিংবদন্তি আম্পায়ার স্টিভ বাকনার ও রুডি কোয়ের্টজেনের পাশে নাম লেখালেন তিনি। আইসিসির এলিট প্যানেলভুক্ত তৃতীয় আম্পায়ার হিসেবে এ গৌরব অর্জন করলেন আলিম দার। ২০০৩ সালে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট দিয়ে তিনি আম্পায়ারিংয়ে পা রাখেন। এর আগে মাইলফলকটি স্পর্শ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনার (১৯৮৯-২০০৯) ও দক্ষিণ আফ্রিকান রুডি কোয়ের্টজেন (১৯৯২-২০১০)। বাকনার ১২৮ ও কোয়ের্টজেন ১০৮টি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেন। এ তালিকায় চার নম্বরে অস্ট্রেলিয়ান ড্যারিল হারপার (৯৫টি, ১৯৯৮-২০১১) ও পঞ্চম স্থানে রয়েছেন প্রয়াত ইংলিশ আম্পায়ার ডেভিড শেফার্ড (৯২টি, ১৯৮৫-২০০৫)। এদিকে আইসিসির এলিট প্যানেলে থাকা বর্তমান আম্পায়ারদের মধ্যে আলিম দারের ধারে কাছেও কেউ নেই।
×