ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বছরের প্রথম ম্যাচে রিয়ালের মুখোমুখি ভ্যালেন্সিয়া

সেই বেনিতেজ এবার ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ

প্রকাশিত: ০৪:৩৮, ৩ জানুয়ারি ২০১৬

সেই বেনিতেজ এবার ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ২৬ বছর বয়সে রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন রাফায়েল বেনিতেজ। তার অর্ধযুগ পর স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কোচ হিসেবে যোগ দেন তিনি। শুধু তাই নয়, তিন বছর কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় লস চেদের দ্ইুবার লীগ শিরোপাও উপহার দিয়েছিলেন রাফায়েল। সেই মাস্তেলায় আবারও ফিরছেন রাফায়েল বেনিতেজ। তবে এবার প্রতিপক্ষ হিসেবে। কেননা তারই সাবেক ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে আজ যে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ ক্লাব লিভারপুলে নতুন করে ঠিকানা গড়ার আগে ২০০২ এবং ২০০৪ সালে ভ্যালেন্সিয়াকে লীগ শিরোপা উপহার দিয়েছিলেন তিনি। যে কারণে সেই সময়টা ছিল বেনিতেজের ক্যারিয়ারের স্বর্ণালী সময়। লস চেদের ডাগ আউটে থাকার সময় অসাধারণ সব স্মৃতি রয়েছে তার। অথচ এবার নিজের সেই মাস্তেলা স্টেডিয়ামে প্রিয় ক্লাবই এখন তার বড় প্রতিপক্ষ দল। গত বছর এই ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরেই নতুন মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার পর প্রথম পরাজয় দেখে বেল-রোনাল্ডোরা। সেইসঙ্গে কার্লো আনচেলত্তিকে বরখাস্তও করে ক্লাব কর্তৃপক্ষ। রিয়াল মাদ্রিদে বেনিতেজের সময়টাও ভাল যাচ্ছে না। এই ম্যাচে হারলে চাকরি হারানোর ভয় আছে তারও। তবে এসব নিয়ে ভাবতে নারাজ সাবেক নেপোলীর এই কোচ। বরং তার বিশ্বাস এবার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও জিতবে তার দল। এ বিষয়ে তিনি বলেন, ’২০১৬ সালে আমার প্রত্যাশা শুধুই দলের জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। আমি চাই সমর্থকরা জয় এবং শিরোপা উপভোগ করুক। দলের পর্যালোচনা হবে মৌসুমের শেষে। এখন নিজেদের সেরাটা দিতে চাই। তাছাড়া দলও এই মুহূর্তে খুব ভাল খেলছে। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়রা তাদের সেরাটা দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে।’ এদিকে নতুন বছরে রিয়াল মাদ্রিদকে নিয়ে আশা দেখছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজও। দলে থাকা বর্তমান খেলোয়াড়দের নিয়েই রিয়াল মাদ্রিদ ২০১৬ সালের ট্রফিগুলো জয় করতে পারবে বলে দৃঢ়বিশ্বাস তার। গত মৌসুমে একটি শিরোপাও জয় করতে পারেনি স্পেনের এই জায়ান্ট ক্লাবটি। বার্সিলোনার পেছনে থেকে শেষ করেছে লা লিগা। আর চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে জুভেন্টাসের কাছে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। কোপা ডেল রে থেকে ছিটকে যাওয়া মাদ্রিদ জায়ান্টরা বর্তমানে স্পেনের ঘরোয়া লীগে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে। এ সব ঘটনার কারণে দারুণ চাপের মধ্যে থেকেই সময় পার করছেন কোচ রাফায়েল বেনিতেজ। তবে মৌসুমের দ্বিতীয় পর্বে ক্লাবের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন সভাপতি পেরেজ। নতুন বছরের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আমি সবার সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদ পরিবারের সবাইকে এই নিশ্চয়তা দিতে চাই যে, নতুন বছর শিরোপা জিতবে রিয়াল মাদ্রিদ। কারাণ আমাদের অসাধারণ একটি ফুটবল ও বাস্কেটবল স্কোয়াড রয়েছে। রিয়াল মাদ্রিদে আমরা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। কারণ যারা এই ক্লাবের জার্সি ও স্মারক পছন্দ করে তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। এই কারণেই সবাই এই ক্লাবটিকে নিয়ে গর্ব করে।’
×