ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় স্কুলের গেটে ঝোলানো ব্যাগ থেকে কাটা মাথা উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৭, ৩ জানুয়ারি ২০১৬

কুষ্টিয়ায় স্কুলের গেটে ঝোলানো ব্যাগ থেকে কাটা মাথা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২ জানুয়ারি ॥ কুষ্টিয়ায় ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে এক ব্যক্তির কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। পরে চার কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয় ধড়। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর স্কুল এ্যান্ড কলেজের একটি ভবনের ফটকে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে প্রথমে উদ্ধার করা হয় ওই কাটা মাথা। পরে সকাল আটটার দিকে স্কুল থেকে চার কিলোমিটার দূরে ভবানীপুর সোনাইডাঙ্গা গোবিন্দপুরের একটি মাঠের মধ্যে পাওয়া যায় মাথাহীন ধড়। এগুলো একই ব্যক্তির কি না, তা শনাক্ত করার কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজ শেষে তারা আলামপুর স্কুল এ্যান্ড কলেজের ফটকে একটি ব্যাগ ঝুলতে দেখেন। ব্যাগ থেকে রক্ত ঝরছিল। পরে সেটা তল্লাশি করে ভেতরে এক ব্যক্তির কাটা মাথা দেখা যায়। এলাকাবাসী পরে স্থানীয় দহকোলা ক্যাম্পের পুলিশকে খবর দিলে পুলিশ সেটা উদ্ধার করে। দহকোলা ক্যাম্পের উপপরিদর্শক আব্দুল আজিজ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। মাথাটি কার, তা এখনও শনাক্ত করতে পারেনি কেউ। সকাল আটটার দিকে স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে ভবানীপুর সোনাইডাঙ্গা গোবিন্দপুর এলাকায় মাঠের মধ্যে একটি ধড় পড়ে আছে বলে খবর পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে পুলিশ। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ধারণা করা হচ্ছে রাতে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে।
×