ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশেষ অভিযান শুরু

রাজশাহীতে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান

প্রকাশিত: ০৫:৪৫, ৩ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সীমান্তবর্তী এলাকা হওয়ায় রাজশাহী অঞ্চলে মাদকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বাড়ছেই। বিশেষ করে ভারত থেকে অবৈধপথে আসা ফেনসিডিল ও হেরোইন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর হওয়ার পাশাপাশি সবাইকে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার সকালে রাজশাহীতে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও বিশেষ প্রচারণা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে জানানো হয়, গত বছর রাজশাহী জেলায় এক হাজার ১৮৭টি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। আর ৪৬০ মামলায় আসামি করা হয়েছে ৫৪৩ জনকে।
×