ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৫৬, ৩ জানুয়ারি ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১. বেলুচি ভদ্রলোক পাকিস্তান হওয়ার সময় কোন জায়গায় ছিলেন? ক) ঢাকা খ) ফরিদপুর গ) গোপালগঞ্জ ঘ) বগুড়া ২. ‘বল’ নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লোইসেলকে কেমন মনে হয়? ক) উৎফুল্ল খ) বেদনার্ত গ) ভয়ার্ত ও হতাশ ঘ) বিচলিত ও উদ্বিগ্ন ৩. কবির সর্বত্র প্রবেশদ্বার না পাওয়ায় জীবন কোন দিকটি উন্মোচিত হয়েছে? ক) ব্যর্থতা খ) পরাধীনতা গ) শোষিত হওয়া ঘ) দুর্বলচিত্ত ৪. ‘সেই অস্ত্র’ কবিতায় ‘অস্ত্র’ শব্দটির অন্তর্নিহিত অর্থ কোনটি? ক) বন্দুক খ) হিংসা-বিদ্বেষ গ) প্রেম-ভালোবাসা ঘ) ধারালো ছুরি ৫. ‘এখানে এখন’-এর সমধর্মী রচনা নয়- ক) পরাণের গহীন ভিতর খ) গণনায়ক গ) নূরলদীনের সারাজীবন ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায় ৬. ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধটি কোন রচনা থেকে সংকলিত হয়েছে? ক) স্বরূপের সন্ধানে খ) সংস্কৃতি ও সংস্কৃতি সাধক গ) ঐতিহ্যায়ন ঘ) বাঙালি সংস্কৃতি ও অন্যান্য ৭. নিজেরা যেচে আহ্লাদিকে শ্বশুরবাড়িতে পাঠানোর কথা কে বলেছিল? ক) জগু খ) কৈলেশ গ) দারোগাবাবু ঘ) বৃদ্ধ লোকটি ৮. সাম্যবাদ বলতে কী বোঝায়? ক) সমান ধর্ম পালনের অধিকার খ) সমান জ্ঞান লাভের অধিকার গ) সমান অধিকার থাকা ঘ) কোনোটিই নয় ৯. পূর্ণেন্দু দস্তিদার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ক) ১৯০৩ খ্রি. খ) ১৯০৫ খ্রি. গ) ১৯০৭ খ্রি. ঘ) ১৯০৯ খ্রি. ১০. পৃথিবী শ্রেষ্ঠ জাতি পিঁপড়ারা- ক) মানবিকতাসম্পন্ন প্রাণী খ) পরিশ্রমী সুশৃঙ্খল সামাজিক প্রাণী গ) সুসভ্য প্রাণী ঘ) বস্তবাদী ইহজাগতিক প্রাণী ১১. আত্মোপলব্ধির উপায় হলো- র. নিজেকে চেনা রর. আপন সত্যকে জানা ররর. মানুষকে বোঝা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ১২. ‘জীবন ও বৃক্ষ’ কোন ধরনের রচনা? ক) ছোটগল্প খ) প্রবন্ধ গ) উপন্যাস ঘ) নাটক ১৩. কার বা কীসের জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়? ক) মিন্টুর জন্য খ) আসমার জন্য গ) পাকবাহিনীর জন্য ঘ) প্রিন্সিপালের জন্য ১৪. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় দালাল বলতে কাদের বোঝানো হয়েছে? ক) রাজাকারদের খ) শকুনকে গ) নূরলদীনকে ঘ) রংপুরের মানুষকে ১৫. ‘এদের কেউ শ্রমিক কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী’- কাদের কথা বলা হচ্ছে? ক) মানুষ খ) মোমাছি গ) পিঁপড়া ঘ) ডলফিন ১৬. হরিশ ছুটিতে কোথায় এসেছিল? ক) আলীপুরে খ) কানপুরে গ) ঢাকায় ঘ) কলিকাতায় ১৭. কে কর্ণফুলী ধলেশ্বরীকে অবিরল জল দেয়? ক) মেঘ খ) বরুণ গ) হিমালয় ঘ) মানস সরোবর ১৮. “তাদের জন্য জীবন দিতে পারলাম এই শান্তি”- বঙ্গবন্ধুর এই কথার ভিতর প্রকাশ পেয়েছে- র. স্বদেশপ্রেম রর. হতাশা ররর. দেশের মানুষের প্রতি ভালোবাসা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ১৯. ‘দুয়ার’ শব্দটির ব্যৃৎপত্তি নির্দেশক শব্দ কোনটি? ক) দ্বার খ) দার গ) দাড় ঘ) দ্বাড় ২০. ‘কনফুসিয়াস’ কোন দেশের দার্শনিক হিসেবে গ্রহণযোগ্য? ক) জার্মান খ) ব্রিটিশ গ) গ্রিক ঘ) চীন ২১. “যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়”- চরণটির দ্বারা কী প্রকাশ পেয়েছে? র. হতাশা রর. বেদনা ররর. আশা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর সঠিক উত্তর: ১. (গ) ২. (ঘ) ৩. (ক) ৪. (গ) ৫. (ক) ৬. (গ) ৭. (খ) ৮. (গ) ৯. (ঘ) ১০. (খ) ১১. (খ) ১২. (খ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (গ) ১৯. (ক) ২০. (ঘ)
×