ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেনীতে অথনৈতিক অঞ্চল ও ইকোপাক স্থাপন করা হবে

প্রকাশিত: ২২:০৯, ৩ জানুয়ারি ২০১৬

ফেনীতে অথনৈতিক অঞ্চল ও ইকোপাক স্থাপন করা হবে

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ফেনীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও ইকোর্পাক স্থাপন সহ জলবায়ু পরিবতনের বিরুপ প্রভাব মোকাবেলায় গৃহীত কার্যক্রম নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কমকর্তাদের সাথে রবিবার সকালে ফেনী জেলা প্রসাশকের কাযালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রসাশক মো: হুমায়ুন কবীর খোন্দকারের (যুগ্ন সচীব) সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান (সচীব) পবন চৌধুরী ও পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচীব ড: কামাল উদ্দিন আহমেদ। দুইজন সচীব তাদের বক্তব্যে ফেনীর সোনাগাজী চরাঞ্চলে ১৩ হাজার একর জায়গার উপর অর্থনৈতিক অঞ্চল স্থাপন, ৫শএকর জায়গার উপর ১১০ মেগাওয়ার্টের সোলার বিদ্যুত কেন্দ্র স্থাপন, ও ১টি বিমান বন্দর স্থাপনের অগ্রগতির বিষয় বিস্তারিত আলোচনা করেন। অর্থনৈতিক অঞ্চলটি ফেনীর সোনাগাজী ও মিরশরাই এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হবে । চলতি বছরের জুন মাসে এ অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে।
×