ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রখ্যাত ফরাসি সঙ্গীত শিল্পী ডেলপেক আর নেই

প্রকাশিত: ২২:১০, ৩ জানুয়ারি ২০১৬

প্রখ্যাত ফরাসি সঙ্গীত শিল্পী ডেলপেক আর নেই

অনলাইন ডেস্ক ॥ প্রখ্যাত ফরাসি সঙ্গীত শিল্পী মাইকেল ডেলপেক আর নেই। তিনি শনিবার প্যারিসের পুয়েটিয়াক্স এলাকার একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ১৯৬০ ও ৭০ এর দশকের প্রখ্যাত শিল্পী। তার স্ত্রী বার্তা সংস্থা এএফপি’কে বলেন, প্যারিসের পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠ পুয়েটিয়াক্স এর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডেলপেক। তিনি গলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন জন শোক জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্র্যাঁসোয়া ওলাঁদ এক বিবৃতিতে বলেন, ‘মাইকেল ডেলপেকের অকাল মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, ‘তার গান আমাদের ছুঁয়ে গেছে। কারণ তার গানে আমাদের কথা বলা হয়েছে। তার গানে আমাদের আবেগ ও কষ্ট তুলে ধরা হয়েছে। তিনি যে কারোর চেয়ে অত্যন্ত চমৎকারভাবে ৭০ দশকের কথা তুলে ধরেছেন।’ ইউনিভার্সাল মিউজিক ফ্রান্সের প্রধান পাসকেল নাগরি বলেন, ডেলপেক এমন একজন কবি ছিলেন যিনি মানুষের জীবন নিয়ে কথা বলেছেন। ১৯৪৬ সালের ২৬ জানুয়ারি কুরবিভই শহরে ডেলপেক জন্ম নেন। একটি মধ্যবিত্ত পরিবারে তিনি বেড়ে ওঠেন। তার দুই বোন রয়েছে। তার বাবার পাতের একটি ছোট কর্মশালা ছিল এবং তার মা ছিলেন গৃহিণী।
×