ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বাল্যবিবাহ যৌতুক ও মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ

প্রকাশিত: ২৩:০১, ৩ জানুয়ারি ২০১৬

নীলফামারীতে বাল্যবিবাহ যৌতুক ও মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ চলতি বছরের ৩১ মার্চের মধ্যে নীলফামারী সদর উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য সদর উপজেলা প্রশাসনের উদ্যেগে শহরে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসুচিতে জেলা সদরের ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধি, ইউপি সচিব, গ্রাম পুলিশসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
×