ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ২৩:১৫, ৩ জানুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে ইবতেদায়ী মাদরাসা  শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের বেতন জাতীয় স্কেলে ঘোষণার দাবিতে রবিবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা। দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানব Ÿন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শাহাদত হোসেন, আব্দূর আলী, শাহীন গাজী । বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনভাতা প্রদান করা হচ্ছে। অথচ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে জাতীয়করণ করা হয়নি। তাই দ্রুত এসব মাদরাসাগুলোর জাতীয়করণ করে জাতীয় স্কেলে বেতনভাতা প্রদানের ব্যবস্থা করা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি পালন করা হবে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বারাবর একটি স্বারকলিপি প্রদান করে।
×