ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নয়াদিল্লী স্টেশনে বোমাতঙ্ক

প্রকাশিত: ২৩:১৬, ৩ জানুয়ারি ২০১৬

নয়াদিল্লী স্টেশনে বোমাতঙ্ক

অনলাইন ডেস্ক ॥ পাঞ্জাবের পাঠানকোটের বিমান বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার পর রবিবার সকালে নয়াদিল্লী স্টেশনে বোমাতঙ্ক দেখা দিয়েছে। দিল্লী-কানপুর ট্রেনে বিস্ফোরণ হতে পারে বলে মুম্বাই পুলিশের সন্ত্রাস দমন শাখার কাছে হুমকি আসে। ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেয়া হয়। এর পরপরই রেলবোর্ডকে হুমকির বিষয়টি জানানো হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খালি করে দেওয়া হয় নয়াদিল্লী স্টেশন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বোমা বিস্ফোরণে ট্রেনটি উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়া হয়। নয়াদিল্লী স্টেশন শুধু নয় আশপাশের সব স্টেশনেই ট্রেন থামিয়ে তল্লাশী চালানো হয়। দিল্লী ও কানপুরের মধ্যে সব ট্রেনে বিশেষ তল্লাশী চালানোর পর গন্তব্যের উদ্দেশে রওয়ানা করানো হয়। এর ফলে বহু স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী ট্রেনগুলি। কিছু ট্রেনকে আবার অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়। এদিকে, বোমাতঙ্কের জেরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশনে দিল্লী থেকে লখনৌগামী শতাব্দী স্টেশন থামিয়ে দেওয়া হয়। যাত্রীদের নেমে আসতে বলা হয়। এরপর খালি ট্রেনে তল্লাশি চালানো হয়। তবে এতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
×