ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেতন কাঠামো সম্পর্কে না জেনেই আন্দোলন করছেন শিক্ষকরা : অর্থমন্ত্রী

প্রকাশিত: ২৩:৪৮, ৩ জানুয়ারি ২০১৬

বেতন কাঠামো সম্পর্কে না জেনেই আন্দোলন করছেন শিক্ষকরা : অর্থমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ বেতন কাঠামো সম্পর্কে পুরোপুরি না জেনেই শিক্ষকরা আন্দোলন করছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার অর্থমন্ত্রণালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে জালানি তেলের দাম শিগগির সমন্বয় করা হবে। আন্দোলনের ঘোষণা দেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমরা এর আগেও তাদের সঙ্গে একটি মিটিং করেছিলাম। সেখানে কিছু বিষয়ে আলোচনা হয়েছিল। আমরা সেটা সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে দিয়েছি কিন্তু তারা সেটা এখনো সমাধান করেনি। প্রসঙ্গত নতুন বেতন কাঠামোতে বৈষম্য নিরসনের দাবিতে আগামী ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়েরি শিক্ষকরা।
×