ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকার ব্যায়ামাগারে নেই আধুনিক যন্ত্রপাতি প্রশিক্ষক

প্রকাশিত: ০৫:১৯, ৯ জানুয়ারি ২০১৬

ঢাকার ব্যায়ামাগারে নেই আধুনিক যন্ত্রপাতি প্রশিক্ষক

স্টাফ রিপোর্টার ॥ ডিসিসির ব্যায়ামাগারে নেই আধুনিক যন্ত্রপাতি বা প্রশিক্ষক। নগরবাসীর সুস্বাস্থ্যের জন্য রাজধানীতে রয়েছে ২৩টি ব্যায়ামাগার। এসব ব্যায়ামাগারে নেই কোন আধুনিকতার ছোঁয়া। নেই আধুনিক যন্ত্রপাতি বা প্রশিক্ষক। ফলে কয়েকটি ব্যায়ামাগার বন্ধ হয়ে গেছে। বাকিগুলো চলছে ধুঁকে ধুঁকে। সেগুনবাগিচার একটি ব্যায়ামাগার বন্ধ আছে প্রশিক্ষক আর যন্ত্রপাতি না থাকায়। পুরান ঢাকার নারিন্দার ব্যায়ামাগারটি গড়া হয়েছিল ২০০৮ সালে। এর ৭০ ভাগ যন্ত্রপাতিই নষ্ট হয়ে পড়ে আছে। ধূপখোলা এলাকায়ও ছিল একটি ব্যায়ামাগার। নতুন কমিউনিটি সেন্টার নির্মাণের সময় ভেঙ্গে ফেলা হয় তা। এরপর আর চালু করা হয়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২১টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ব্যায়ামাগার আছে দুটি। এগুলোর মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ছয়টি। প্রতিটি ব্যায়ামাগারে একজন করে প্রশিক্ষক থাকার কথা থাকলেও আছে মাত্র পাঁচটিতে। বেশিরভাগেরই নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। ঢাকা সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, আর্থিক সঙ্গতি না থাকায় ব্যায়ামাগারগুলোর বেহাল অবস্থা। এসব ব্যায়ামাগার আধুনিকায়নের কোন আশা নেই বলেও জানালেন তিনি।
×