ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ২৩:১৭, ১২ জানুয়ারি ২০১৬

প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ থেরাপির মাধ্যমে মোবাইল রিহেবিলিটেশন ভ্যানে দু’দিনব্যাপী প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এইড’র সহযোগীতায় জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ও খাঞ্জাপুর ইউনিয়নের দু’শতাধিক প্রতিবন্ধীদের মাঝে দুই দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপীর মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। দু’দিনের চিকিৎসা সেবায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ মো. জহির উদ্দিন আহম্মেদ, এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, অডিও মেট্রিসিয়ান ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম, ফিজিওথেরাফিজ মো. এনামুল হক, ক্লিনিকাল ফিজিও আপেল মাহামুদ, সাংবাদিক মো. মনিরুজ্জামান প্রমূখ।
×