ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্চের শেষ দিকে ৬শ’ ইউপিতে নির্বাচন

প্রকাশিত: ০৫:২৯, ১৩ জানুয়ারি ২০১৬

মার্চের শেষ দিকে ৬শ’ ইউপিতে নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ আগামী মার্চের শেষ দিকে নির্বাচন উপযোগী ৬শ’ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ। তিনি বলেন, এসব ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, যে ইউনিয়ন পরিষদগুলোর মেয়াদ মার্চের মধ্যে শেষ হবে কেবল সেগুলোতেই প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদে পৌরসভার মতো চেয়ারম্যান পদে দলীয় এবং মেম্বর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন হবে কয়েক ধাপে। প্রথম ধাপে হবে মার্চের শেষে। ইউপি নির্বাচনের জন্য আইন পরিবর্তন হওয়ায় বিধিমালা ও আচরণবিধিমালায় সংশোধনী আনা হচ্ছে। বিধিমালায় পৌরসভা নির্বাচনের মতো সংসদ সদস্যরা (এমপি) প্রচার চালাতে পারবেন না। এছাড়া উপজেলা চেয়ারম্যানরাও পারবেন না। আচরণবিধিমালা আগে যেমন ছিল এবারও তাই থাকবে। দু’একদিনের মধ্যে খসড়া বিধিমালা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর চূড়ান্ত বিধিমালার গেজেট প্রকাশ করা হবে। তিনি বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আগের বার যেহেতু সব নির্বাচন এক সঙ্গে হয়নি, তাই হয়ত ধাপে ধাপেই নির্বাচন করতে হবে।
×