ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইঞ্জিঃ আবদুল হাই বাকী পাউবোর অতিঃ মহাপরিচালক

প্রকাশিত: ০৬:২৪, ১৩ জানুয়ারি ২০১৬

ইঞ্জিঃ আবদুল হাই  বাকী পাউবোর  অতিঃ মহাপরিচালক

প্রকৌশলী মোঃ আবদুল হাই বাকী ৬ জানুয়ারি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) পদে যোগদান করেছেন। এ পদে যোগদানের পূর্বে তিনি বোর্ডে প্রধান প্রকৌশলী হিসেবে গঙ্গা ব্যারেজ প্রকল্প পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮০ সালে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রী অর্জন করেন এবং ১৯৮১ সালে জুন মাসে বাপাউবোতে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। তিনি ১৯৮৫ সালে রুরকী বিশ্ববিদ্যালয়, ভারত থেকে এমএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। তিনি বোর্ডের পরিকল্পনা, নকশা, মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ দফতরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেচ, নিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ, নদী তীর সংরক্ষণ কাজসহ তিস্তা ব্যারেজ প্রকল্পের নকশা প্রণয়ন ও ব্যারেজ নির্মাণ কাজে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বোর্ডের দীর্ঘ চাকরিকালে তিনি সুইডেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভারতসহ দেশে-বিদেশে বিভিন্ন ট্রেনিং-এ অংশগ্রহণ করেছেন। তিনি ১৯৫৭ সালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার হরিসঙ্করপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। Ñবিজ্ঞপ্তি
×