ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আধিপত্য বিস্তার সুনামগঞ্জে সংঘর্ষ ॥ আহত ৫০

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ জানুয়ারি ২০১৬

আধিপত্য বিস্তার সুনামগঞ্জে সংঘর্ষ ॥ আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১২ জানুয়ারি ॥ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ডুলকর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের আহত হয়েছে অর্ধ শতাধিক। ভাংচুর হয়েছে বাড়িঘর। মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দু’ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাজিব মেম্বার ও তাজুল ইসলাম মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজিব মেম্বারের সমর্থকরা মুক্তার আলীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। এ সময় মুক্তার আলী ও তার ভাই সুলফির আঘাতে গুরুতর আহত হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সমর্থকরা আহতদের দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মুক্তার আলী ও তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
×