ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফিটনেস ঘাটতি সত্ত্বেও জয় সিমোনার

প্রকাশিত: ০৬:৪৩, ১৩ জানুয়ারি ২০১৬

ফিটনেস ঘাটতি সত্ত্বেও জয় সিমোনার

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র কয়েকদিন আগেই ইনজুরি সমস্যায় ভোগার কারণে অংশ নিতে পারেননি ব্রিসবেন ইন্টারন্যাশনালে। পায়ের পাতার সমস্যা থাকায় খেলা হয়নি। তবে বছর শুরু করেছেন সিডনি ইন্টারন্যাশনালে। দ্বিতীয় রাউন্ডে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। তবে সে জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে তাকে অবাছাই ফ্রান্সের টেনিস তারকা ক্যারোলিন গার্সিয়ার বিপক্ষে। তিন সেটের দীর্ঘ লড়াইয়ে এক নম্বর বাছাই রোমান তারকা শেষ পর্যন্ত জিতেছেন ৬-৪, ২-৬, ৬-১ সেটে। তবে সিমোনা এখনও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি তা খেলার মধ্যেই স্পষ্ট হয়েছে। এ ছাড়াও শেষ আটে উঠেছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ, চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা, ইতালির সারা ইরানি, রাশিয়ার সভেতলনা কুজনেতসোভা, পুয়ের্টোরিকোর মনিকা পুইগ, অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার ও রাশিয়ার একাতেরিনা মাকারোভা। গত বছরও বেশ ভুগেছেন হ্যালেপ। পায়ের পাতার ইনজুরির সঙ্গে যোগ হয়েছিল ঊরুর ইনজুরিও। সে কারণে বেশ কয়েকটি আসরে অংশ নিতে পারেননি বিশ্ব টেনিসের দুই নম্বর র‌্যাঙ্কিংধারী টেনিস তারকা। বছরের শুরুতেই ইনজুরি সমস্যা নিয়ে ব্রিসবেনে খেলা হয়নি। তবে সিডনিতে ফিরেছেন। এক নম্বর বাছাই হিসেবে প্রথম র্উান্ডে বাই পেয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে অবাছাই গার্সিয়ার মুখোমুখি হন তিনি। ম্যাচ চলার সময় এদিনও তাকে ট্রেনারের শরাণাপন্ন হতে হয়েছে। ইনজুরি কাটিয়ে এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি সেটাই প্রমাণ হয়েছে। ব্যথা নিয়েই খেলেছেন। তবে তৃতীয় সেটে দুর্দান্ত খেলে জয় তুলে নিয়েছেন সিমোনা। উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। আগামী সোমবার মেলবোর্নে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ডসøাম আসর অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু সেখানে অংশ নিতে যাওয়ার আগে ইনজুরি মেঘে ঢাকা পড়েছেন ২৪ বছর বয়সী এ রোমান তারকা।
×