ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাস চাপায় শিশুসহ নিহত চার

প্রকাশিত: ০৮:৫৪, ১৩ জানুয়ারি ২০১৬

বাস চাপায় শিশুসহ নিহত চার

স্টাফ রিপোর্টার ॥ শনিরআখড়ায় বাসের নিচে চাপা পড়ে শিশুসহ দুই পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারাবো পরিবহনের বাস উল্টে প্রাণহানির এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে বাসের চাকা পিষ্ট হয়ে দুই কিশোর নিহত হয়েছে। যাত্রাবাড়ী থানার এসআই মনির জানান, দুর্ঘটনায় আব্দুল লতিফ (৫৫) নামে একজন ও ১২/১৩ বছরের অজ্ঞাত এক কিশোর নিহত হয়েছে। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন এবং ঢাকা মেডিক্যালে অন্যজনের মৃত্যু হয়। নারায়ণগঞ্জে বাস চাপায় দুই কিশোর হত ॥ নিজস্ব সংবাদদাতা জানান, বন্দর উপজেলার কেওঢালা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে রানা দত্ত (১৮) ও জয় সরকার (১৯) নামে দুই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে রাস্তা পারাপারের সময় একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হয়। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রানা দত্ত রাজধানীর ১০, শাখারীবাজার এলাকার শঙ্কর দত্তের ছেলে ও জয় সরকার সূত্রাপুরের ১৭নং লাল মোহন দাস লেনের ধীরেন সরকারের ছেলে। তারা সোনারগাঁয়ে বেড়াতে এসেছিল। শাড়ি উদ্ধার ॥ কলকাতা থেকে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল শাড়ি ও থ্রি-পিসসহ ২৬ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল। মঙ্গলবার সন্ধ্যায় ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনটিতে অভিযান চালিয়ে এসব মাল জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালিয়ে শাড়ি ও থ্রি-পিস বোঝাই ৫৬ লাগেজ জব্দ করা হয়। ছিনতাই ॥ কদমতলীতে মুরাদ (২২) নামে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কামাল নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত নয়টার দিকে কদমতলীর গ্যাস রোডের সাততলা এলাকায় এ ঘটনা ঘটে। মুরাদের বোন জামাই ইব্রাহিম বলেন, রায়েরবাগে আমার একটি মাল্টিপারপাস ব্যবসা আছে। রাতে আমার স্ত্রী খাদিজা আক্তার ও মুরাদ অফিস থেকে আড়াই লাখ টাকা নিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় তারা কদমতলীর গ্যাসরোডের সাততলা এলাকায় পৌঁছালে আমার ব্যবসার গ্রাহক কামালসহ ১০/১২ জন পথরোধ করে। পরে মুরাদ ও আমার স্ত্রীকে মারপিট করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। এতে মুরাদ আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কদমতলী থানার পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম জানান, ছিনতাইয়ের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
×