ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধান বিচারপতির লক্ষ্মীপুর আদালত পরিদর্শন

প্রকাশিত: ২৩:৪৭, ১৩ জানুয়ারি ২০১৬

প্রধান বিচারপতির লক্ষ্মীপুর আদালত পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে প্রধাণ বিচারপতি, বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা বুধবার দুপুরে জেলা ও জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এর নির্মানাধীন বহুতল নতুন ভবন ও বিচারিক আদালত পরিদর্শন করেছেন। একই সঙ্গে মাননীয় প্রধান বিচারপতি আইনজীবি সমিতির বঙ্গবন্ধু ভবন নামে নতুন ভবন এলাকা পরিদর্শন করেছেন। উল্লেখ্য, আদালত ভবন চত্ত্বরের গত ৯দিন থেকে নতুন ভবন নির্মানকে কেন্দ্র করে আইনজীবিদের সাথে বিচারকদের সাথে ত্রিপক্ষীয় মত বিরোধে আইনজীবিগন সকল আদালত বর্জন করে আসছেন, উক্ত দু’বিচারকের বদলীর দাবীতে। এ সময় প্রধান বিচারপতির সাথে ছিলেন, এটরনী জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সহসভাপতি এ্যাডভোকেট বাজেত মজুমদার, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েন এর সাবের সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ প্রমুখ । এর আগে প্রধান বিচারপতি লক্ষ্মীপুরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। পরে তাঁকে গার্ড অব অনার দেয়া দেয়। এ সময় জেলা ও দায়রা আদালতের বিচারক মো. আক্তার হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, পিপি এ্যাডভোকেট জশিম উদ্দিন, আইনজীবি সমিতির সভাপতি জিএইচ এম আব্দুর নূর, সাধারণ সম্পাদক রফিকউল্যাসহ সকল আইনজীবি এবং সররকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। বিকেলে তিনি স্থানীয় সার্কিট হাউজ মিলনায়নে এক জুডিশিয়াল কনফারেন্সে মিলিত হবার কথা রয়েছে।
×