ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মহেশখালীর ১৯ জনের চার্জ গ্রহণ করেননি ট্রাইব্যুনাল

প্রকাশিত: ০০:২৭, ১৩ জানুয়ারি ২০১৬

মহেশখালীর ১৯ জনের চার্জ গ্রহণ করেননি ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের মহেশখালীর বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ মিয়াসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়নি ট্রাইব্যুনাল। অভিযোগপত্রে মৃত জিন্নাত আলীর নাম থাকায় ট্রাইব্যুনাল তা গ্রহণ করেননি। একই সঙ্গে ১৯ জনের মধ্যে মামলায় অভিযুক্ত মৃত আরো দুই আাসামির নাম বাদ দিয়ে ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আগামী ১৫ মার্চ দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, প্রসিকিউটর জাহিদ ইমাম। আসামিপক্ষে উপস্থিত ছিলেন, আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। প্রসিকিউটর রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালকে বলেন, মৃত জিন্নাত আলী সব অপরাধের সঙ্গেই জড়িত। একারণেই তার নাম আনুষ্ঠানিক অভিযোগে অন্তভুক্ত করা হয়েছে। তবে আদালত চাইলে অভিযোগ আমলে নেয়ার সময় তার নাম বাদ দিতে পারেন।
×