ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন দায়িত্ব

প্রকাশিত: ০৫:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০১৬

নতুন দায়িত্ব

অল ইংল্যান্ড লন টেনিস এ্যান্ড ক্রকেট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পেয়েছেন ডাচেস অব কেম্ব্রিজ ক্যাথেরিন (ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের স্ত্রী)। রানী এলিজাবেথ যখন তার ৯০ বছর জন্মদিন পালনের জন্য প্রস্তুত হচ্ছেন ঠিক এরকম এক সময় ক্যাথেরিন এই কাজটি পেলেন। এর আগে রানী ৬৪ বছর ধরে এ দায়িত্ব পালন করেন। ২০১১ সালে প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ের পর এই প্রথম টেলিভিশনে একক সাক্ষাতকার দিলেন। একনিষ্ঠ টেনিস ভক্ত হিসেবে ক্যাথেরিনের নাম রয়েছে। উইম্বলডন চ্যাম্পিয়ন খেলা তিনি সপরিবারে নিয়মিত দেখে থাকেন। ২০১৩ সাল থেকেই তিনি অল ইংল্যান্ড লন টেনিস এ্যান্ড ক্রকেট ক্লাবের অনারারি সদস্য। এখন নতুন এই দায়িত্বের ফলে জুনে অনুষ্ঠেয় বিশ্বে টেনিসের সবচেয়ে বড় আসর উইম্বলডন চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক হচ্ছেন ক্যাথেরিন। রানী ৬২৮টি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করে এসেছেন। বয়সজনিত কারণে তিনি এখন এই দায়িত্বগুলো রাজপরিবারের সদস্যদের কাছে ক্রমাম্বয়ে অর্পণ করার উদ্যোগ নিয়েছেন। - সানডে টাইমস
×