ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অচিরেই তাদের বিচার হবে ॥ রিজভী

প্রকাশিত: ০৮:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০১৬

অচিরেই তাদের বিচার হবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ অচিরেই দেশে গণতন্ত্র হত্যা, বিরোধী দলের নেতাকর্মী নিধন ও বিচারবহির্ভূত হত্যার ইন্ধনদাতা হিসেবে জনগণের আদালতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় তাদের নাম ওয়েটিং লিস্টে নয় ফাইনাল লিস্টেই থাকবে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যত কথা হবে কিংবা এ বিষয়ে যত বিতর্ক হবে, ততই থলের বিড়াল বেরোতে থাকবে। তাই মুক্তিযুদ্ধের বিষয়ে থলের বেড়াল বেরিয়ে যাওয়ার ভয়ে সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার কৌশল নিয়েছে। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায় করা হবে- হান্নান শাহ্ ॥ সংলাপে নয়, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে যুবদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×