ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেলপথে যুক্ত হচ্ছে চার দেশ

প্রকাশিত: ১৯:২৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬

রেলপথে যুক্ত হচ্ছে চার দেশ

অনলাইন ডেস্ক॥ আন্তর্জাতিক সড়ক যোগাযোগের পর এবার আন্তর্জাতিক রেল যোগাযোগ গড়ে তোলার বিষয়েও একমত হলো বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। শিগগির চার দেশ পরস্পরের সঙ্গে রেলপথে যুক্ত হওয়ার লক্ষ্যে কাজ শুরু করবেবাংলাদেশের পররাষ্ট্র সচিব শাহিদুল হক মঙ্গলবার নয়া দিল্লিতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্কভুক্ত আটটি দেশের মধ্যে অবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ গড়ে তোলার প্রস্তাব দেন। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাতে আপত্তি করেন। তিনি তখন জানান, অত বড় সড়ক প্রকল্পের কাজ শুরু করা পাকিস্তানের পক্ষে সমস্যার ব্যাপার। মোদি তখন বলেন, সার্কভুক্ত যেসব দেশ এখনই সড়ক যোগাযোগ তৈরিতে প্রস্তুত, সেই দেশগুলোই আপাতত এই প্রকল্প এগিয়ে নিয়ে যাবে। তখন ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটান পরস্পরের মধ্যে নিবিড় সড়ক যোগাযোগ গড়ে তুলতে রাজি হয়। সেই আন্তর্জাতিক পরিবহণ প্রকল্প এবার আরও এক ধাপ এগিয়ে গেল।
×