ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পর্তুগালে বিমানে বোমা হামলার হুমকিতে আতঙ্ক

প্রকাশিত: ২০:২৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬

পর্তুগালে বিমানে বোমা হামলার হুমকিতে আতঙ্ক

অনলাইন ডেস্ক॥ পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আগারভ অঞ্চলের ফারো বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর একটি যাত্রীবাহী বিমানটির ৩৮ যাত্রীকে নামিয়ে দিয়ে বিমানটি খালি করে ফেলা হয়। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় বিমান সংস্থা টিএপি-র ওই বিমানটি রাজধানী লিসবনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংস্থাটির এক মুখপাত্র। তিনি বলেন, “বোমার হুমকি আসার পর তল্লাশির জন্য বিমানটি কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়া হয়। বিমানটি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।” কোন প্রক্রিয়ায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে তা জানাতে অস্বীকার করেন তিনি। তাৎক্ষণিকভাবে পুলিশও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। পর্তুগালের স্থানীয় সময় ভোর ৬টা ৫ মিনিটে বিমানটির ফারো ছাড়ার কথা থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৮টা ৪০ মিনিটেও বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছিল। পর্যটকদের কাছে জনপ্রিয় পর্তুগালের এই এলাকায় সম্প্রতি দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছিল।
×