ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়াহুকে বাঁচাতে তৎপর মারিসা মেয়ার

প্রকাশিত: ২০:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬

ইয়াহুকে বাঁচাতে তৎপর মারিসা মেয়ার

অনলাইন ডেস্ক॥ ইয়াহু ইনকর্পোরেটেড চতুর্থ প্রান্তিকে এসে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারমুল্য শেষ প্রান্তিকে এসে ২ শতাংশেরও নিচে নেমে যায়। আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বলে ইয়াহু ইনকর্পোরেটেড-এর প্রধান নির্বাহী মারিসা মেয়ার প্রতিষ্ঠানের ব্যয়-হ্রাস পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন একাধিক সূত্র। আর এই ব্যয়-হ্রাস পরিকল্পনায় চাকরি হারাতে যাচ্ছে ১,৬০০ ইয়াহু কর্মী এবং ইতি টানা হবে প্রতিষ্ঠানটির বেশ কিছু ব্যবসা ইউনিটের। অন্যদিকে অ্যাক্টিভিস্ট বিনিয়োগকারীরা বেশ আগে থেকেই ইয়াহুকে ব্যবসা বিক্রি করে দেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগ করে আসছে বলেই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। ইতোমধ্যে ইয়াহু যদি নিজ প্রতিষ্ঠান বিক্রি করতে চায়, তাহলে ভেরিজন ইনকর্পোরেটেড প্রতিষ্ঠানটি কিনতে আগ্রহী বলে জানিয়েছে।
×