ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদকের বিরুদ্ধে গাইবান্ধায় পুলিশের জিরো টলারেন্স

প্রকাশিত: ২২:১৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬

মাদকের বিরুদ্ধে গাইবান্ধায় পুলিশের জিরো টলারেন্স

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় মদ, গাঁজা, ইয়াবাসহ সকল প্রকার মাদকের অপব্যবহার রোধে চলতি বছরের শুরু থেকেই পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে। ফলে শুধু জানুয়ারি মাসেই এ জেলার সাতটি উপজেলায় মদ, গাঁজা, ইয়াবা ব্যবসাসহ এর সাথে সংশ্লিষ্টতার অপরাধে ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণে গাইবান্ধায় পুলিশের জিরো টলারেন্স অবস্থানে থেকে এব্যাপারে তাদের তৎপরতা অব্যাহত রাখবে। এ জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যকে তেমনটি নির্দেশ দেয়া হয়েছে। সুতরাং তিনি এব্যাপারে সর্বস্তরের জেলাবাসিসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
×