ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আনোয়ার চৌধুরীর ওপর হামলা: আপীলের রায় ১১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০০:০২, ৩ ফেব্রুয়ারি ২০১৬

আনোয়ার চৌধুরীর ওপর হামলা: আপীলের রায় ১১ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার॥ সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপীলের রায় ঘোষণা আগামী ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বুধবার হাইকার্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ডেথ রেফারেন্স ও জেল আপীলের শুনানি শেষে রায় ঘোষণা জন্য এ দিন ধার্য করেন।আদালতের শুনানিতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী একে এম ফয়েজ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, এ্যার্র্টনি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি র্এ্যানি জেনারেল শেখ মো. মনিরুামান কবির। এর আগে ২০০৪ সালে ২১ মে সিলেটের হয়রত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনা ঘঠ। ওই মলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয় এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিন জন নিহত হয়।
×