ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশ-ছাত্রলীগের ধাওয়া পাল্টাধাওয়া আহত ১০

প্রকাশিত: ০৪:০৬, ৪ ফেব্রুয়ারি ২০১৬

পুলিশ-ছাত্রলীগের ধাওয়া পাল্টাধাওয়া আহত ১০

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিএম কলেজের অস্থায়ী কর্মপরিষদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহম্মেদ মুন্নাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ বিক্ষোভকারী ও শিক্ষার্থী আহত হয়েছে। এর আগে বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মুন্নার সমর্থকরা। প্রত্যক্ষদর্শী বিএম কলেজের একাধিক শিক্ষার্থী জানায়, পাওনা টাকা না দেয়ায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিএম কলেজসংলগ্ন বৈদ্যপাড়া এলাকায় কুপিয়ে জখম করা হয় বিএম কলেজ ছাত্র কর্মপরিষদের জিএস নাহিদ সেরনিয়াবাতের অনুসারী ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্নাকে। এ ঘটনার জের ধরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাহিদ ও মুন্নার অনুসারী কলেজের ছাত্র এবং বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীরা বিএম কলেজের সামনে অবস্থান নেয়। সেখানে সড়ক অবরোধ করে দুটি অটোরিক্সা ভাংচুর করা হয়। গণসংযোগে হামলা ॥ আ’লীগের দুই নেতা আহত চরফ্যাশন পৌর নির্বাচন নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৩ ফেব্রুয়ারি ॥ ভোলার চরফ্যাশন পৌর নির্বাচনের গণসংযোগ কালে বিএনপি ক্যাডারদের হামলায় আওয়ামী লীগের এনায়েত উল্যাহ সবুজ এবং মিজানুর রহমান আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় পৌরসভার ৯নং ওয়ার্ডে রনজন আলী কাজি বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত দুইজনকে চরফ্যাশন হাসপাতালে আনার পর গুরুতর আহত মিজানুর রহমানকে বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং উপজেলা সদরের গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে। হামলাকারীদের গ্রেফতার দাবিতে কুমিল্লায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩ জানুয়ারি ॥ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুলসহ দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ১০ নেতার ওপর হামলার প্রতিবাদ ও অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে মহানগরীর বাদুরতলার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার বালাপাড়াস্থ বিজিবি পক্ষে অসহায় ও প্রতিবন্ধী এবং শিশুদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ৬৫ পিস কম্বল ও ৬০ পিস সোয়েটারসহ ১২৫ জনকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। বালাপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কালাম জানান, বিজিবি ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে এসব শীতবস্ত্র ক্রয় করে বিতরণ করা হয়। কুকুরের কামড়ে জখম ২০ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ ফেব্রুয়ারি ॥ ফরিদপুর শহরে এক রাতে পাগলা কুকুরের কামড়ে এক শিশুসহ ২০ পথচারী জখম হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতরা জানান, শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে হাজী শরীয়তউল্লাহ বাজার পর্যন্ত এক কিলোমিটার এলাকায় কুকুরের কামড়ের শিকার হন তারা। এদের অধিকাংশেরই পায়ে কামড়ের ক্ষত রয়েছে। আহতদের মধ্যে ১২ জন ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
×