ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় উদ্যোগ

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২১, ৪ ফেব্রুয়ারি ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

১. পণ্য নির্বাচনের পূর্বে নিরূপণ করতে হবে- র. চাহিদা রর. গ্রহণযোগ্যতা ররর. সহজ প্রাপ্যতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? ক) উদ্যোক্তার খ) সংগঠনের গ) ব্যবসায় পরিকল্পনার ঘ) মালিকের ৩. উদ্যোগ গ্রহণের জনহিতকরমূলক কাজ হলো- র . স্কুল কলেজ প্রতিষ্ঠা র র . খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা র র র . হাসপাতাল প্রতিষ্ঠা নিচের কোনটি সঠিক? ক) র ও র র খ) র ও র র র গ) র র ও র র র ঘ) র, র র ও র র র ৪. সারা বিশ্ব কত তারিখে মেধাসম্পদ দিবস হিসেবে পালন করে? ক) ২৪ এপ্রিল খ) ২৬ এপ্রিল গ) ২৪ মে ঘ) ২৬ মে ৫. ব্যবসায়ে সফল হতে সাহায্য করে- র . ব্যবসায় সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা র র . ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত শিক্ষা র র র . বিদেশি যন্ত্রপাতির সমাবেশ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৬. ব্যবসায় উদ্যোক্তাদের বুদ্ধিভিত্তিক সম্পদ হল- র. কপিরাইট রর. পেটেন্ট ররর. ট্রেডমার্ক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৭. ‘একতাই বল’ কোন সংগঠনের মূলমন্ত্র? ক) অংশীদারি সংগঠনের খ) সমবায় সংগঠনের গ) প্রাইভেট লিমিটেড কোম্পানির ঘ) পাবলিক লিমিটেড কোম্পানির ৮. গোলাপজল তৈরি কোন শিল্পের অন্তর্গত? ক) কুটির শিল্প খ) তাঁত শিল্প গ) নির্মাণ শিল্প ঘ) মাঝারি শিল্প ৯. কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে- ক) মজুরি বা বেতনভিত্তিক কর্সংস্থান খ) বেসরকারি খাত গ) সরকারি খাত ঘ) আত্মকর্মসংস্থানের সুযোগ ১০. কীভাবে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে? ক) গুদামজাতকরণের ফলে খ) পরিবহনের ফলে গ) ক্রয়-বিক্রয়ের ফলে ঘ) বিমাকরণের ফলে ১১. চাহিদা ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধির ফলে যে ধরণের কর্মকান্ডের আওতা বাড়তে থাকে তা হলো- র.পশু শিকার রর. খাদ্যশস্য উৎপাদন ররর. পণ্য বিনিময় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২. সেবার ক্ষেত্রে অন্যের অনুরূপ সেবা থেকে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে? ক) ট্রেডমার্ক খ) কপিরাইট গ) সার্ভিস মার্ক ঘ) পেটেন্ট ১৩. একটি দেশের উন্নতির চালিকাশক্তি বলা হয় কোনটিকে? ক) চাকরিকে খ) আত্মকর্মসংস্থানকে গ) কৃষিকে ঘ) ব্যবসায়কে ১৪. নিচের কোনটি অর্থনৈতিক গুরুত্বের অর্ন্তগত? ক) পণ্য ও সেবার যোগান খ) বেকার সমস্যার সমাধান গ) ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি ঘ) সম্পদের উন্নয়ন ১৫. বিজ্ঞাপনের উদ্দেশ্যে হলো- র. পণ্যের প্রচার বাড়ানো রর. উৎপাদকের আচরণ পরিবর্তন করা ররর. পণ্য সম্পর্কে অবহিত করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. ব্যবসায়ের বহির্ভূত হলো- র.পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন রর. পরিবারের সদস্যদের জন্য হাঁস-মুরগী পালন ররর. পরিবারের সদস্যদের জন্য সবজি চাষ করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৭. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (ঘ) ৪. (খ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (খ) ৮. (ক) ৯. (খ) ১০. (ক) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (গ) ১৫. (খ) ১৬. (ঘ) ১৭. (ঘ)
×