ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে গৃহবধু হত্যার ঘটনায় ৩ জন জেল হাজতে

প্রকাশিত: ১৮:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০১৬

শরীয়তপুরে গৃহবধু হত্যার ঘটনায় ৩ জন জেল হাজতে

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সোনামুখী গ্রামের পোল্যান্ড প্রবাসী মজিবুর রহমানের স্ত্রী জেবুননেছা(৪৫)কে জবাই করে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পালং মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে পূর্ব সোনামুখী গ্রামের পোল্যান্ড প্রবাসী মজিবুর রহমানের বাড়ির বসতঘর থেকে তার স্ত্রী জেবুননেছার(৪৫) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে। পুলিশ সদর উপজেলার বুড়িরহাট এলাকা থেকে পূর্ব সোনামুখী গ্রামের মৃত গণি পাংকাদারের পুত্র সাবেক সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার খালেক পাংকাদার (৫০) এবং সোনামুখী গ্রাম থেকে এলাকাবাসীর সহায়তায় তার ভাই মালেক পাংকাদার ও তাদের সহযোগী একই গ্রামের মৃত কালাই বেপারীর পুত্র আজাহার বেপারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এলাকাবাসী জানায়, নিষিদ্ধঘোষিত সর্বহারা পার্টির এক সময়ের দুধর্ষ নেতা খালেক, মালেক পাংকাদার ও আজাহার বেপারী দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে রাম রাজত্ব কায়েম করেছে। তাদের গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
×