ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিএসএলের পথে তামিম-মুশফিকের সেলফি

প্রকাশিত: ২০:৫২, ৪ ফেব্রুয়ারি ২০১৬

পিএসএলের পথে তামিম-মুশফিকের সেলফি

অনলাইন ডেস্ক ॥ ভিসা জটিলতায় ক’দিন বিলম্ব হয়েছিল। সেই ঝামেলা চুকেবুকে যাওয়া মাত্রই তারা বৃহস্পতিবার সকালে উড়াল দিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পথে। উদ্দেশ্য প্রথমবারের মত আয়োজিত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেয়া। আর বিমানে চড়েই দুই সতীর্থ তামিম ইকবাল ও মুশফিকুর রহিম তুলে ফেললেন একটা সেলফি। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দু’জনই নিজেদের ভেরিফাইড পেজে পোস্ট করেছেন ছবিটি। অবশ্য, যাত্রাটা একই হলেও গন্তব্যটা ভিন্ন এই দুই বন্ধুর। ওপেনার তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর মুশফিক খেলবেন করাচি কিংসের হয়ে। একই দলে আছেন সাকিব আল হাসানও। পিএসএলে বাংলাদেশের সবচেয়ে দামী ক্রিকেটার এই সাকিব। তাকে কিনতে করাচি কিংসকে খরচা করতে হয়েছে ১ কোটি ৯ লাখ টাকা। তামিমের মূল্য ছিল ৩৯ লাখ টাকা। আর প্রথমদিন অবিক্রিত থাকা মুশফিককে পরের দিন ২০ লাখ টাকায় কিনে নেয় করাচি কিংস। জানিয়ে রাখা ভাল, পিএসএলে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও কোয়েত্তা গ্ল্যাডিয়েটরস।
×