ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদাতিকের ‘জনমাংক’ নাটকের ১৮ তম মঞ্চায়ণ ৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২০:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০১৬

পদাতিকের ‘জনমাংক’ নাটকের ১৮ তম মঞ্চায়ণ ৬ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ পদাতিক নাট্য সংসদের ৩২ তম প্রযোজনা ‘জনমাংক’ নাটকের ১৮ তম মঞ্চায়ণ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায়। নাটকটি রচনা করেছেন নাসরীন মুস্তাফা এবং নির্দেশনা দিয়েছেন মীর মেহেবুব আলম নাহিদ। নাটকটির কাহিনী সম্পর্কে নির্দেশক বলেন, সমুদ্রবেষ্টিত এক জনপদের পুরুষ নামধারী তথাকথিত মানুষের বেঁচে থাকার স্বার্থপরতা আমাদেরকে আহত করে। মানবতার অপমান ক্ষুব্ধ করে আমাদের। প্রকৃতির রুদ্র রোষে ভীত মানুষ নারী আর পুরুষে বিভক্ত হলে পেশীশক্তির দাপটে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করে পুরুষেরাই। নারীদের ঠেলে ফেলা হয় ক্ষুব্ধ সাগরের বুকে। আপাতদৃষ্টিতে সবল পক্ষটি প্রাণে বেঁচে গেলেও তাদের জীবনের ছন্দপতন ঘটে। নারী ছাড়া পুরুষের জীবন কতখানি শুষ্ক আর নিরানন্দের হতে পারে, টের পায় পুরুষেরা। নারী আর পুরুষের যৌথ অবস্থানই যে মানুষের জীবনের সার্থকতা এনে দেয়, প্রতিষ্ঠিত করে মানবতার জয়গান, সময়ের আবর্তনে বুঝে ওঠে পুরুষেরা। অন্যের অধিকার হরণ করে বেঁচে থাকা নয়, বিসর্জনে প্রস্তুত মানুষ অবশেষে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় প্রবল প্রতিপক্ষ সাগর দেবতার। এভাবে একটি জনগোষ্ঠীর মানবিক হয়ে ওঠার প্রয়াস স্পষ্ট হয়ে ওঠে এ নাট্যকাহিনীতে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মসিউর রহমান, শাখাওয়াত হেসেন শিমুল, ওয়ালিদ, জিনিয়া, কামরুল, জনি, ইকরাম, শুভ, সুমন, চমক,লিমন, শরিফ, ইমরান, তাসমি চৌধুরী ও স্বরূপ।
×