ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছয় মাসে বেড়েছে বদেশিক প্রতিশ্রুতি ও অর্থছাড়

প্রকাশিত: ০০:১৭, ৪ ফেব্রুয়ারি ২০১৬

ছয় মাসে বেড়েছে বদেশিক প্রতিশ্রুতি ও অর্থছাড়

অর্থনৈতিক রিপোর্টার ॥ দৈদেশিক সহায়তার ক্ষেত্রে প্রতিশ্রুতি ও ছাড় গত অর্থবছরের একই সময়ে তুলনায় বেড়েছে। চলতি অর্থবছরের ছয় মাসে দাতাদের অর্থছাড় হয়েছে ১৫৯ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিণ ডলার আর গত অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ১৫০ কোটি ১৬ লাখ ১০ হাজার মাকিন ডলার। অন্যদিকে এ সময়ের মধ্যে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি এসেছে ১৪৬ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিণ ডলার, যা গত অর্থবছরের একই সময় ছিল ১০০ কোটি ৩৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হিসাব অনুযায়ী এসব তথ্য পাওয়া গেছে।
×